ভিডিও মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ রাত

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

ছবি: সংগৃহীত, পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী (৪৩)।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সরকার আমলে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর সময়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে বটতলী বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে ঘেরাও করে গ্রেপ্তার করে। হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন জিয়াউল হক চৌধুরীকে চিনে নিয়ে হাতকড়াসহ পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, বিভিন্ন মামলার পলাতক আসামি জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার অনুসারীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুনাফিকের চরিত্র ও চূড়ান্ত পরিণতি

'আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, কাল অন্য দেশের সাথে তা ঘটবে'

আমি নির্দোষ এবং এখনও প্রেসিডেন্ট, বিচারককে মাদুরো

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা