ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল

অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল

শাহজালালের থার্ড টার্মিনাল, ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ-২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ-২০২৬ জারি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অধ্যাদেশের বিষয়ে উপদেষ্টা বলেন, অধ্যাদেশ দু'টি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। 

তিনি বলেন, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে সেটি বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি বন্ধ হবে। 

আরও পড়ুন

বিমানের ডাইভারশন নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল

নওগাঁর নিয়ামতপুরে মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

নিহত-আহতদের পরিবার পাবে ১০ কোটি ২০ লাখ টাকা

রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শহিদ হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মেঘনা আলম

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন