চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় জলসীমায় বিএসএফ’র হাতে আটক বাংলাদেশির লাশ ফেরৎ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে যাবার পর পদ্মা নদীর ভারতীয় জলসীমায় বিএসএফর হাতে আটক মৃত রবিউল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। বাংলাদেশ পুলিশের পক্ষে মরদেহ গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তজিমুল হক। এ সময় রবিউলের পরিবারের সদস্যরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রোববার বিএসএফ হেফাজতে রবিউলের মৃত্যু হয়। রবিউল নারায়ণপুরের ২ নং ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের নেজাবুল হকের ছেলে। তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন বলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) জহুরপুরটেক সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের পর মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৩/৮ এর কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এসআই তজিমুল।
আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ৭১ বিএসএফ ব্যাটালিয়নের বয়রাঘাট ক্যাম্প ও বিজিবির জহুরপুরটেক বিওপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল রোববার বিএসএফ আটকের পর অসুস্থ হয়ে রবিউলের মৃত্যু হয়েছে দাবি করলেও স্থানীয়দের অভিযোগ বিএসএফর হাতেই তিনি নিহত হন।
এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে প্রথম পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, ময়নাতদন্তের পর মরদেহ ফেরৎ দেয়া হবে। বৈঠকে বিএসএফ জানায়, রবিউলকে বোট নিয়ে ধাওয়া করে আহত ও অসুস্থ অবস্থায় আটকের পর হাসপাতালে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন







