ভিডিও মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০১:২২ রাত

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

ছবি: সংগৃহীত, ‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভক্ত-সমর্থকদের পাশাপাশি অনেক ক্রিকেটারও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। এরই মধ্যে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় নিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

বিসিবি ও সরকারের নেওয়া এসব কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তার মতে, যেখানে দেশের ক্রিকেটারের সম্মান নেই, সেখানে সেই খেলা দেখার কোনো প্রয়োজন নেই।

এক প্রতিক্রিয়ায় পাইলট বলেন, পারফরম্যান্সের কারণে বাদ দিলে বিষয়টি মেনে নেওয়া যেত। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, যা দেশের ক্রিকেটারদের আত্মসম্মানে আঘাত করেছে। তাই দিনশেষে নিজেদের স্বার্থ ও সম্মান রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা বা চ্যানেল দেখারও দরকার নেই। ক্রিকেট ভালোবাসা এক বিষয়, কিন্তু নাগরিক হিসেবে অসম্মান মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মনে করেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। তার ভাষ্য, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দলের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো সময়োপযোগী সিদ্ধান্ত।

আইসিসিতে ভারতের প্রভাবের বিষয়টি উল্লেখ করে পাইলট বলেন, সেখানে ভারতের দাপট বেশি, এটা সবাই জানে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলেও নিজেদের অবস্থান সম্মানের সঙ্গে তুলে ধরা জরুরি ছিল। আইসিসির অধীনেই বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, তবে তা সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

ভেনেজুয়েলা নিয়ে নিরাপত্তা পরিষদে যা বললেন গুতেরেস