ভিডিও মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১২:৩১ রাত

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

ছবি: সংগৃহীত, মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। যুবদলের একাধিক নেতা জানান, স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতিতে ছিলেন না। পরিবারের সদস্যদের ভাষ্য, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।

আরও পড়ুন

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় এবং তারা মুখোশ পরিহিত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

ভেনেজুয়েলা নিয়ে নিরাপত্তা পরিষদে যা বললেন গুতেরেস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীর লাশ দাহ করতে বাধা, শ্মশানের নামকরণ নিয়ে বিরোধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় জলসীমায় বিএসএফ’র হাতে আটক বাংলাদেশির লাশ ফেরৎ

ঘন কুয়াশা ও তীব্র শীত বোরো ধানের বীজতলা নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

জয়পুুরহাটের বাগজানায় শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বোরো ধানের বীজতলা বিবর্ণ