বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা
করতোয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.....
রংপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস’র ব্যবস্থাপনায় নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের ইমাম এম.এ. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন- সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানসহ রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবী সদস্য ও ভিডিপি সদস্যগণ।
দিনাজপুর: দিনাজপুরে মাশিমপুর হযরত শাহ জামাল কামাল (রহঃ) হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপস্থিত নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম দিনাজপুর জেলা শাখার সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম (ওস্তাদ), মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক মাওলানা কারী জামিউল ইসলাম, সহকারী শিক্ষক মো. রাহুল হাসানসহ মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার মুসল্লিগণ।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি প্রমুখ।
আরও পড়ুনগঙ্গাচড়া (রংপুর): গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বিশেষ প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন- গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শিবেন রায়, শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, গজেন রায়, কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন, সহ-কোষাধ্যক্ষ সুরেশ রায়, সদস্য ডালিম কুমার রায়, হরেন রায়, অনন্ত রায়, বলাই রায়, নিখিল রায় প্রমুখ। এর আগে অবিনাশ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।
পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ শফিউদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারই সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী।
উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, বিএনপি নেতা আব্দুল গনি, ইব্রাহিম আলী, আবুল কালাম আজাদ, শাহজামান প্রমুখ।
তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মান্নান নগর বাজারে সহকারী অধ্যাপক মো. মোহারম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জিল্লুর রহিম, মো. ফজলুর রহমান মাস্টার প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ওই বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন




_medium_1767450987.jpg)



