ঢাবির হল অডিটোরিয়ামে ভারতের খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞা সংসদ নেতাদের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে অনুষ্ঠিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হল সংসদের নেতারা।
শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেস বোলার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের ন্যায্যতা, পেশাদারিত্ব ও খেলাধুলার চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিষয়টিকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে দেখছে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ। এতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন অন্যায় ও অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদস্বরূপ ভারতের মাটিতে অনুষ্ঠিত যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুনএকইসঙ্গে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের অডিটোরিয়ামে ভারতের কোনো ম্যাচ টিভিতে দেখানো হবে না বলে জানানো হয়। পাশাপাশি ভারতীয় ক্রীড়া সামগ্রী ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাবির শেখ মুজিবুর রহমান হলের ভিপি মুসলিমুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতীয় চরমপন্থী বিজেপি ও তাদের সমর্থক গোষ্ঠীর যে কুরুচিপূর্ণ তামাশা আমরা প্রত্যক্ষ করছি, শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নিতে পারে না। এটি শুধু একজন ক্রীড়াবিদের প্রতি অবমাননা নয়; বরং পুরো বাংলাদেশ, তার মর্যাদা ও আত্মসম্মানের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীর সারাজীবনের সংগ্রাম ছিল ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ঐতিহাসিক চেতনাকে ধারণ করেই আমরা আজ আমাদের অবস্থান স্পষ্ট করছি। এই প্রতিবাদ শুধু মোস্তাফিজকে ঘিরে নয়; বরং বাংলাদেশকে ঘিরে চলমান অবমাননার বিরুদ্ধেই। এই প্রেক্ষাপটে চলতি মৌসুমে শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে আইপিএলের কোনো ম্যাচ সম্প্রচার করা হবে না বলেও জানানো হয়। তবে কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে আইপিএল ম্যাচ দেখতে চাইলে, সেটি তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ফোন বা নিজস্ব ব্যবস্থাপনায় ম্যাচ দেখার অনুরোধ জানানো হয়েছে। হল প্রশাসন ও সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—হলের টিভি রুমে ভবিষ্যতে আর কোনো আইপিএল ম্যাচ সম্প্রচার করা হবে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








