ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী ‘তিসা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী এবং ট্রাকে থাকা দুই শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুনদুর্ঘটনার ফলে চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1767450987.jpg)
