বগুড়ার কাহালুতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু থানার পুলিশ এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.বাবু শেখকে (২৮) গ্রেফতার করে আজ শনিবার (৩ জানুয়ারি) তাকে আদলতে প্রেরণ করেছে। সে কাহালু উপজেলার দামাই পশ্চিমপাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে। গতকাল শুক্রবার রাতে কাহালু থানার এ এস আই মোজাম্মেল হক তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।
আরও পড়ুনমন্তব্য করুন








