বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের নিকট ছাতিয়ানগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে নাছিমা বেগম (৫৮) নামে এক নারী মারা গেছেন। নাছিমা বেগম নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মৃত কায়েস উদ্দীনের স্ত্রী। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ছাতিয়ানগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসেন।
সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ছাতিয়ানগ্রামের ঘোড়াদহ এলাকায় রেললাইনের পাশে ওই নারীর খন্ডবিখন্ড দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসি। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নাছিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনসান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1767450987.jpg)





_medium_1767451162.jpg)
