বগুড়ার সোনাতলা থেকে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার : র্যাব’র যৌথ অভিযানে বগুড়ার সোনাতলা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) গাজীপুর থেকে উদ্ধারসহ আসামি শাহীন ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ইসলাম সোনাতলা উপজেলার কলসদহ (টারপাড়া) এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে চাচার বাড়ি যাওয়ার পথে সোনাতলা থানার কলসদহ (টারপাড়া) গ্রামস্থ ক্লাব ঘরের সামনে থেকে শাহীন ইসলাম জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশাতে তুলে ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া র্যাব-১২ গোপন সংবাদেরভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের যৌথ আভিযানিক দল গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি শাহীন ইসলামকে গ্রেফতার ও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
আরও পড়ুনগ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত স্কুলছাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


_medium_1767450987.jpg)





_medium_1767451162.jpg)