ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:২২ রাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামে এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের পশ্চিম পান্তাপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎‎ময়নুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম পান্তাপাড়া এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি পান্তাপাড়া এলাকায় কলার ব্যবসা করতেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ময়নুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিকেল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে দুই যুবক বাঁশ কাটার সময় একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহের পরিচয় শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

পরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া ৪,৫,৬ আসনে মনোনয়নপত্রের বৈধতা ঘোষণার পর যা বললেন প্রার্থীরা

খালেদা জিয়া যেমন আপসহীন ছিলেন, তেমনি ছিলেন মানবিক: ছাত্রদল সভাপতি রাকিব

কিছু কিছু সময় আপনাদের চোখ এড়াইতে পারি না: কম্বল বিতরণের সময় সাংবাদিকদের উদ্দেশে নয়ন

চাঁপাইনবাবগঞ্জে পৃৃথক অভিযান ১১টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মির্জা ফখরুলসহ ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা