ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে পৃৃথক অভিযান ১১টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৃৃথক অভিযান ১১টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৬টি অভিযানে ভারতীয় ১১টি গরু, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী বিওপি সদরের নারয়ানপুর ইউনিয়নের সোনাদিয়ার চর গ্রাম থেকে ৭টি গরু, ফতেপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ, রঘুনাথপুর বিওপি শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ, মাসুদুপুর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৩টি গরু এবং মনাকষা বিওপি একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। পরে জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এসব মালামালের বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জের সোনামসজিদ বিওপির টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদশের ভেতরে শিবগঞ্জের বারিক বাজারগামী সড়কে অভিযান চালায়।

আরও পড়ুন

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ জন আরোহী একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৩০ বোতল এস্কাফ ডিএক্স ও ২৩ বোতল চকোপ্লাস সিরাপ পাওয়া যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু কিছু সময় আপনাদের চোখ এড়াইতে পারি না: কম্বল বিতরণের সময় সাংবাদিকদের উদ্দেশে নয়ন

চাঁপাইনবাবগঞ্জে পৃৃথক অভিযান ১১টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মির্জা ফখরুলসহ ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

নীলফামারী-৪ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাদি হ/ত্যা বি/চা/রের দাবিতে এসে যা বলছেন আন্দোলনকারীরা

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত