নীলফামারী-৪ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে গতকাল শুক্রবার মনোনয়নপত্র যাচাই-দবাছাইয়ের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র জমাদানকারী ১২ জন প্রার্থীর মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- রিয়াদ আরফান সরকার, এস.এম. মামুনুর রশিদ, জোবায়দুর রহমান (হীরা) ও মো. শাহ্রিয়ার ফেরদৌস।
আরও পড়ুনএছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. আব্দুল গফুর সরকার, জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র নূর মোহাম্মদ।
মন্তব্য করুন





_medium_1767455649.jpg)

