নওগাঁর আত্রাইয়ে গলায় সাপ পেঁচিয়ে চিকিৎসা করানোর সময় কামড়ে যুবকের মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আত্রাইয়ে কবিরাজের ঝাড়-ফুঁকের মাধ্যমে চিকিৎসার সময় গলায় পেঁচিয়ে দেওয়া সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে ঘটনাটি ঘটে। জয়দেব দেবনাথ ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।
জানা যায়, জয়দেব জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী ছিল। হঠাৎ করেই নওগাঁয় তথাকথিত এক কবিরাজের কথা মতো গত বৃহস্পতিবার গ্রামে ভিক্ষা করে চাল তোলার পর মন্দির প্রাঙ্গণে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করা হয়। প্রথমদিনে জয়দেবের গলায় সাপ পেঁচিয়ে ঝাড়-ফুঁক করেন। কিন্তু সে দিন জয়দেবের কোন শারীরিক উন্নতি হয় না।
আরও পড়ুনপরদিন গতকাল শুক্রবার রাতে গান চলাকালে রাত আনুমানিক আড়াইটায় আবারো জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয় কবিরাজ। এরকিছু পরেই সাপ জয়দেবকে কামড় দিলে তার মৃত্যু হয়। পরে কৌশলে কবিরাজ পালিয়ে যায়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানান, ঘটনার খবর পেয়ে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জয়দেবের বাবা নিমাই দেবনাথ একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন



_medium_1767455649.jpg)




