ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ রাত

একটি বাতিল ও একটি স্থগিত

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মির্জা ফখরুলসহ ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মির্জা ফখরুলসহ ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে জমা পড়া ২১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র দলীয় মনোনয়নের মূলকপি না থাকায় স্থগিত রাখা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ তথ্য জানান।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের একাংশ) আসনে জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে ৭টি বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির ডা. মো. আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণ অধিকার পরিষদের মো. ফারুক হোসেন, এবি পার্টির মো. নাহিদ-রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জুলফিকার মর্তুজা চৌধুরী।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মিজানুর রহমান, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মো. মামুনুর রশিদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিন, মুসলিম লীগের এসএম খলিলুর রহমান, বিএমজেপির কমলা কান্ত রায় এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আবুল কালাম আজাদ।

তবে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়নপত্র দলীয় মনোনয়নের মূলকপি না থাকায় স্থগিত রাখা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মির্জা ফখরুলসহ ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

নীলফামারী-৪ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাদি হ/ত্যা বি/চা/রের দাবিতে এসে যা বলছেন আন্দোলনকারীরা

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে গলায় সাপ পেঁচিয়ে চিকিৎসা করানোর সময় কামড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু