ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ রাত

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

করতোয়া ডেস্ক: ‘প্রযুক্তি ও সমতার কল্যাণ ও সমতায় আস্থা’ প্রতিপাদ্যে এ বছর জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.....

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মো. নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

হরিপুর (ঠাকুরগাঁও): দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিমের (অ.দা.) সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ইউনিয়ন কর্মী হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, হরিপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ।

বিরামপুর (দিনাজপুর): বিরামপুর উপজেলা দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা কনফারেন্সরুমে ইউএনও’র পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, ল্যাম্ব বিরামপুরের টেকনিক্যাল কর্মকর্তা রতন দাস প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর): উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজসেবা দিবসে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মো. আউয়াল ও পৌর শহরের মাঠপাড়া এলাকায় লতিফা প্রতিবন্ধী স্মার্ট কার্ড বিতরণ করেন।

খানসামা (দিনাজপুর): উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এএসএম রাকিবুল হাসান, সংবাদকর্মী ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা।

নবাবগঞ্জ (দিনাজপুর): উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নবাবগঞ্জ বন কর্মকর্তা খায়রল ইসলাম, ভিডিপি অফিসার মোরশেদ আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তফা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম।

আরও পড়ুন

আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ): উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী।

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

শেষে স্থানীয় হলরুমে সমাজসেবা অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমবায় অফিসার জাফরুল ইসলাম, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর): উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের ও মো. বয়েত রেজা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সুবিধাভোগী সদস্য ও এলাকার সুধীজনেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে গলায় সাপ পেঁচিয়ে চিকিৎসা করানোর সময় কামড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো ও তার স্ত্রী, নেওয়া হচ্ছে নিউইয়র্কে

নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র বিএনপির ৬ নেতা

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ