ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ রাত

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো ও তার স্ত্রী, নেওয়া হচ্ছে নিউইয়র্কে

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো ও তার স্ত্রী, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের জাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় (একটি যুদ্ধজাহাজ) করে নিউইয়র্কের পথে নেওয়া হচ্ছে। তিনি জানান, হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয়েছে। ট্রাম্পের ভাষায়, তারা সুন্দর একটি ফ্লাইটে গেছেন। আমি নিশ্চিত, তারা এটি উপভোগ করেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তারা অনেক মানুষ হত্যা করেছেন, সেটিও মনে রাখতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘোষণার পরই ভেনেজুয়েলায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে—মাদুরোর স্থলাভিষিক্ত কে হবেন।

এ বিষয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল স্পষ্ট অবস্থান জানান। তিনি বলেন, নিকোলা মাদুরো এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। সিএনএনের খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গিল বলেন, ভেনেজুয়েলার সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে—নির্বাচিত প্রেসিডেন্টই দেশের প্রেসিডেন্ট। সংবিধান অনুযায়ী সেই ব্যক্তি হলেন নিকোলা মাদুরো।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ একজন রাষ্ট্রপ্রধানকে জোর করে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো ও তার স্ত্রী, নেওয়া হচ্ছে নিউইয়র্কে

নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র বিএনপির ৬ নেতা

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ

জয়পুরহাটের কালাইয়ে কালব’র সুদের ফাঁদে ৩৪ জনের বিরুদ্ধে মামলা, শিক্ষক-কর্মচারী কারাগারে

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন বিজিবি ও পুলিশ