সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ
সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের তুলে নেওয়া হয়। অপহৃতদের উদ্ধারে থানা-পুলিশ, নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথ অভিযান চালাচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতে খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। তারা ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকানন’-এ বুকিং নিয়ে রাতযাপনের প্রস্তুতি নেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় করে রিসোর্টসংলগ্ন একটি ছোট খালে ঘুরতে বের হলে সশস্ত্র দস্যুরা নৌকাটি আটকায়। এ সময় নারীসহ পাঁচজনকে জিম্মি করা হয়।
রাতে দস্যুরা দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দিলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটক—মো. সোহেল ও জনি (ঢাকার বাসিন্দা)—কে জিম্মি করে রাখে। অপহৃতদের মুক্তির জন্য দস্যুরা মুক্তিপণ দাবি করেছে বলে জানান রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।
আরও পড়ুনঘটনার বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, অপহরণের খবর তিনি শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর শনিবার দিনভর সংশ্লিষ্ট এলাকায় কোনো ট্যুর নৌযান বা পর্যটকের যাতায়াত হয়নি। স্থানীয়দের ভাষ্য, পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে ওসি মো. আতিকুর রহমান জানান, অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে দ্রুত উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1767455649.jpg)