বগুড়ার শিবগঞ্জে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩৯ জন গ্রেফতার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগমের স্বামী সাবেক সাব রেজিস্ট্রার এড. শাহ আলমসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার (৩ জানুয়ারি) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, রাতভর এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি নাশকতা, মাদক ও অন্যান্য ফৌজদারি মামলার আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন





_medium_1767447798.jpg)


