ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ রাত

হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা রিজওয়ানা

সংগৃহিত,হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা রিজওয়ানা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়েই এই বিচারকার্য শেষ করব।’ শনিবার (৩ জানুয়ারি) সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘আমরা দেশের আইনের শাসনের প্রতি দায়বদ্ধ।


আমরা হাদি হত্যার ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই ষ্পষ্ট। সরকার যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে হাদির বিচারের চেষ্টা করবে। এর আগেও আমরা বলেছি, আমরা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়েছি, এর মধ্যে চার্চশিট দেওয়া হবে এবং এই সরকারের সময়েই এই বিচার কাজ শেষ করব।

এটা আমাদের প্রত্যয়।’ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকতে নতুন ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন। যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়।’ একই সময় গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


রিজওয়ানা আক্ষেপ করে বলেন, ‘সমাজে কেউ যেন কাউকে বিশ্বাস করতে না পারে। সেরকম একটা প্রবণতা চলে এসেছে। সবাইকে বিতর্কিত করে ফেললে জাতিকে নেতৃত্ব দেওয়ার লোক পাবেন না। এইটাই তাদের (সরকারবিরোধীদের) উদ্দেশ্য।’

আরও পড়ুন

সমাবর্তিত হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আজকে আপনারা জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছেন।

দায়িত্বটা কী এটা হয়তো এখনো সেভাবে বোঝা হয়নি। কিন্তু তারপরেও বৃহত্তরও পরিবারের দায়িত্ব কী, সমাজের দায়িত্ব কী, দেশের দায়িত্ব কী, বিশ্বের জন্য আপনার কী করার আছে, এগুলো ভাবনার কাজটা এখন প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা রিজওয়ানা

বগুড়ার কাহালুতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জের ৪ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

বগুড়ার শিবগঞ্জে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩৯ জন গ্রেফতার

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান