‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি
গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে রাজধানীতে ক্যারাভ্যান (প্রচারণায় ব্যবহৃত গাড়ি) নামাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার বেলা ৩টায় বাংলামোটরে এনসিপির পার্টি অফিসের সামনে এই ক্যারাভ্যান উদ্বোধন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।দলীয় সূত্রে জানা গেছে, গণভোট সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। ১১ দলীয় জোট থেকে প্রাথমিকভাবে ৩০টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির প্রার্থীরা।
আরও পড়ুনযেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে, সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না, সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি। গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






