ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪০ রাত

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শাকসু ভবন ঘেরাও করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত, ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শাকসু ভবন ঘেরাও করে বিক্ষোভ

জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন আয়োজন করা যাবে না- নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সোমবার রাত ১১টার দিকে আন্দোলন শুরু করে নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। মধ্যরাতে তারা শাকসু ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু দিতে হবে ২০ তারিখে..., উই ওয়ান্ট শাকসু, শাকসু নিয়ে টালবাহানা মানি না মানব না ইত্যাদি স্লোগান দেন।

শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, সব বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ইসির সিদ্ধান্ত মেনে তাহলে আমরা ধরে নেব তারা শিক্ষার্থীবান্ধব প্রশাসন নয়।

ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, আমরা দেখতে পাচ্ছি শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ভিসি স্যার প্রথমে বলেছেন নভেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে বিভিন্ন টালবাহানা করে ১৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। মধ্যরাতে তাদের ক্যাম্পাসে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন

বিক্ষোভ মিছিলে বিজয় ২৪ হল ভিপি প্রার্থী ছাত্রদলের খলিলুর রহমান চাঁদ অজ্ঞান হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

এ বিষয়ে শাবি উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম জানান, জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা কোনো সিদ্ধান্ত পাননি।

তিনি বলেন, আমাদের আয়োজনের যে চলমান প্রক্রিয়া তা অব্যাহত রয়েছে। সেই অনুযায়ীই শাকসুর নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শাকসু ভবন ঘেরাও করে বিক্ষোভ

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন

প্রতিহিংসার রাজনীতির ইতি টানতে হবে: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

বার্সার কাছে হারের পর কোচকে হারাল রিয়াল

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন