ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:১৯ রাত

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময়ে নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবে প্রভাবিত না হয়, সে লক্ষ্যে— সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি ও চেম্বার অব কমার্স, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন, অন্যান্য নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন— সবই ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্দেশনায় বলা হয়, উল্লিখিত সংগঠনগুলোর যেকোনো নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানায়, সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি না হয়, সে কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

ভারতে বাংলাদেশ দলের জন্য নিশ্চিত কোনো হুমকি নেই, জানালো আইসিসি

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে গণভোট : আলী রীয়াজ

দিনাজপুরের ফুলবাড়ীর নিখোঁজ সুকুমারের পথ চেয়ে ৯০ বছরের মা

গাইবান্ধার বোনারপাড়া স্টেশনে কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ