বগুড়া-২ আসনে আপিল করছেন মান্না
বগুড়ার ৭ আসনে বাদপড়া ১২ প্রার্থীর মধ্যে আপিলে যাচ্ছেন ১১ জন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন(শিবগঞ্জ) এর নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদর রহমান মান্না জেলা রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন। মাহমুদর রহমান মান্নাসহ বগুড়ার ৭টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বাদ পড়া ১২ প্রার্থীর মধ্যে ১১ প্রার্থী রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন দায়ে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করেন।
বগুড়ার ৭টি আসনের জন্য ২ জানুয়ারি থেকে যাচাই বাছাই শুরু হয় এবং ৩ জানুয়ারি যাচাই বাছাই শেষ হয়। দুই দিনের বাছাইয়ে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোছা. শাহাজাদী আলম লিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা এর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য জাবেদা কপি উত্তোলন করেছেন মোছা. শাহাজাদী আলম লিপি।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা আজ সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত আপিল করার জন্য জাবেদা কপি উত্তোলন করতে আবেদন করেন নি। একই ভাবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, গণঅধিকার পরিষদের মো. সেলিম সরকার জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ, এবং নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না আপিল করার জন্য জাবেদা কপি উত্তোলন করে আপিল করছেন।
আরও পড়ুন
বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে এলডিপি‘র প্রার্থী খান কুদরত-ই- সাকলায়েন বগুড়া-৬(সদর) বাসদের প্রার্থী দিলরুবা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ, জেএসডি প্রার্থী আব্দুল্লাহ আল–ওয়াকি, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আনছার আলী জেলা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করছেন।
মন্তব্য করুন








