ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল

বগুড়ার শিবগঞ্জে পলিথিন ব্যবহার করে ইরির বীজতলা রক্ষার চেষ্টা

বগুড়ার শিবগঞ্জে পলিথিন ব্যবহার করে ইরির বীজতলা রক্ষার চেষ্টা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত কয়েক দিনের ঘনকুয়াশায় ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে। কৃষকরা বীজতলা রক্ষার্থে পলিথিন ব্যবহার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৩৫ হেক্টর জমি। সেই অনুযায়ী বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১ হেক্টর। এর মধ্যে ৯১৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, ঘনকুয়াশা থেকে বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে। কুয়াশা আরও বাড়লে সে ক্ষেত্রে ধানের বীজতলা রক্ষা করা কঠিন হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ঘনকুয়াশার কারণে বীজতলায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত পানি ধরে রাখতে হবে।

আরও পড়ুন

পাশাপাশি বীজতলা যদি হলুদ হয় সে ক্ষেত্রে এক লিটার পানির সঙ্গে ১০ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করতে হবে। বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সঙ্গে বীজতলা রক্ষার্থে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে পলিথিন ব্যবহার করে ইরির বীজতলা রক্ষার চেষ্টা

‘আপু আপনি এখান থেকে পিঠা খেলে ঢাকা-৮ এর এমপি হয়ে যাবেন’

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

গাজীপুরে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর

বগুড়ার কাহালুতে ফার্মে আগুন লেগে এক হাজার মুরগি পুড়ে ছাই