নওগাঁর নিয়ামতপুরে মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে সড়কের পাশে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে উত্তোলনের দায়ে সোহেল রানা (৪০) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া ছাতমা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, সোহেল রানা দীর্ঘদিন কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল।
আরও পড়ুনএতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন





_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)

