গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজদের হামলায় আহত ১০
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজদের হামলায় আয়োজক কমিটি, দোকানদার, গ্রামবাসীসহ ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কাঁঠালবাড়ি জামে মসজিদের উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে অস্থায়ী দোকান চালু করে। সন্ধ্যার পর সেখানে একদল সন্ত্রাসী এসে দোকানদারদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদার টাকা তুলে নিয়ে যায়।
পরে আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে শান্ত, শাকিল, ওয়াসিম, নয়ন, ফারুক, মোরসালিনসহ ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাতে মেলায় এসে আবারও চাঁদার টাকা দাবি করে। এসময় দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গালাগালি করে নাগরদোলার ৪টি স্টিলের সিড়ি খুলে নিয়ে যায়। এসময় মাহফিল কর্তৃপক্ষ বাধা দিলে তারা আয়োজক কমিটির লোকজন, দোকানদারসহ কাঁঠালবাড়ি ও হাদিরাকুড়ি গ্রামবাসীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
আরও পড়ুনহামলায় ১০ জন গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন



_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)




