ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০২:০২ রাত

খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

ছবি: সংগৃহীত, খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

বিনোদন ডেস্ক

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রিয় গায়ক মনির খান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, এমন এক নেত্রীকে দেশ হারিয়েছে, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ শোকাহত।

মনির খান বলেন, খালেদা জিয়া জনগণকে সঙ্গে নিয়ে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটে নেতৃত্ব দিয়েছেন। ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্মের মানুষের প্রতিও তিনি কখনো বৈষম্য করেননি। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন এবং ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জনগণের পাশে থেকেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বহুবার অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও তিনি কখনো দেশের বাইরে যেতে চাননি। সব সময় দেশের মাটি ও দেশের মানুষের কাছেই থাকতে চেয়েছেন। শেষবার লন্ডনে নেওয়ার প্রস্তাবেও তিনি জানিয়েছিলেন, তার মৃত্যু, জানাজা ও দাফন যেন দেশের মাটিতেই হয়।

আরও পড়ুন

মনির খান বলেন, আজ তার মতো সারা দেশের মানুষই বাকরুদ্ধ। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি

মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত