ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০১:৪৭ রাত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত, স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্কবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। তার স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের ইমাম হাফিজ উসমান খান শামীম।

বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মনু, বর্তমান সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, স্পেন বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া ও ইউনুস আলী। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপার আহমদ, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি

মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ