ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রুতিমধুর কন্ঠের সঙ্গীতশিল্পী মৌমিতা বড়ুয়া। ২০১৭ সালের চ্যানেল আই সেরাকন্ঠ’র মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু। এরপর থেকে স্টেজ শো’তে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে আসছেন তিনি।

পাশাপাশি নিজের প্রকাশিত মৌলিক গানগুলো দিয়েও তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন। তবে আগের মৌমিতার চেয়ে বর্তমান সময়ের মৌমিতা গানে অনেক পরিপক্ক একজন শিল্পী। এখন আরো ভালো গান করেন তিনি। যে কারণে তার শ্রোতাপ্রিয়তাও বেড়েছে অনেক।

মৌমিতা বড়ুয়ার পরম সৌভাগ্য হয়েছে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা কুমার বিশ্বজিৎ-এর সুরে গান গাইবার। গানের শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন কুমার বিশ্বজিৎ, কুমার বিশ্বজিৎ-এর নির্দেশনায় মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন কুমার বিশ্বজিৎ-এরই অত্যন্ত স্নেহভাজন সঙ্গীতশিল্পী কিশোর দাস। গানটি আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন মৌমিতা বড়ুয়া।

কুমার বিশ্বজিৎ বলেন,‘ মৌমিতা খুউব ভালো গায়। যে কারণে আমার ইচ্ছে ছিলো আমার সুরে তাকে দিয়ে একটি গান করানোর। ভীষণ ভালো গেয়েছে মৌমিতা। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’

আরও পড়ুন

মৌমিতা বড়ুয়া বলেন,‘ অনেকের সুরে এরইমধ্যে গান গেয়েছি। কিন্তু এটা কখনো কল্পনাও করিনি যে বিশ্বজিৎ স্যারের সুরে আমি একটি মৌলিক গান গাইতে পারবো। স্যার আমাকে ভীষণ স্নেহ করেন বলেই আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি স্যারের নির্দেশনা অনুয়ায়ী ঠিকঠাক মতো গাইবার। জানিনা কেমন গেয়েছি। তবে ভালো গাইবার ভীষণ চেষ্টা ছিলো আমার। আশা করছি শ্রোতাদের ভালোলাগবে।’

এদিকে বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে ব্যস্ত মৌমিতা। আজ বছরের শেষদিনে রাজধানীর ধানমণ্ডিতে স্টেজ শোতে গাইবেন মৌমিতা। এদিকে আরটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে মৌমিতা গেয়েছেন ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে’,‘ এ কোন ফাগুন’,‘ পিয়া পিয়া পিয়া কে ডাকে আমাকে’,‘আমি তোমার দুটি চোখে দুটি তারা’ গানগলো। মৌমিতার পবটি শিগগিরই প্রচার হবে আরটিভিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি অগ্নিকাণ্ড

ঢাকায় নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

শীতকালে যাদের ফুলকপি-বাঁধাকপি না খাওয়াই ভালো