ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ রাত

মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত, মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের ইসলামিক সেন্টার (সেন্ট্রাল মসজিদ)-এ বাদ আসরের নামাজ শেষে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিসহ শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

জানাজা শেষে বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের শিক্ষা পেয়েছে। তিনি মরহুমার দেখানো আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম স্বাক্ষর করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শরণার্থী শিবিরের ২৫টি ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

তারেক রহমানকে চিঠি পাঠিয়ে যা বললেন মোদি