ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোরিকশা উদ্ধার, তিনজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোরিকশা উদ্ধার, তিনজন গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে অটোরিকশাটি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বশিপুর মাস্টারপাড়ার খলিল হোসেন মোল্লার ছেলে আশিক হোসেন মোল্লা (২৮),বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর কবিরাজ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আব্দুল মোমিন (৩৫) ও একই উপজেলার জামরহাট গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরিদ হোসেন (৩৫)।

আদমদীঘি থানার এস আই ফেরদৌস আলী জানান, আদমদীঘির কদমা গ্রামের নাজমুল ইসলামের সিএনজি চালিত অটোরিকশা তার ছোট ভ্ইা রুবেল হোসেন গত ২৫ ডিসেম্বর সকালে ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। সারাদিন সে অটো রিকশাটি চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার সাইলো রোডের যুগিপুকুর নামক স্থানে চাতালের গোডাউনে রেখে বাড়ি যায়।

আরও পড়ুন

আধাঘণ্টা পর সেখানে গিয়ে দেখতে পান তার অটোরিকশাটি সেখানে নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজখুঁজির পর গত ২৭ ডিসেম্বর আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

তাদের দেয়া তথ্যানুসারে গতকাল শনিবার রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই অটোরিকশাটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আতাউর রহমান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোরিকশা উদ্ধার, তিনজন গ্রেফতার

জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

রংপুরের কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বেতারের জন্য নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা