ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত

বগুড়ায় অটোভ্যান ছিনতাই মামলার ২ আসামির জামিন হয়নি

বগুড়ায় অটোভ্যান ছিনতাই মামলার ২ আসামির জামিন হয়নি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ধুনট-শেরপুর সড়কে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাই মামলায় জনগণ কর্তক ধৃত হাজতি ২ আসামির জামিনের আবেদন অবকাশকালীন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামিরা হলো বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার মওলা ওরফে মোলার ছেলে সাজু ফকির (২৪) এবং জেল হোসেনের ছেলে সোহানুর রহমান সম্রাট (২০)। অবকাশকালীন সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির আজ রোববার (২৮ ডিসেম্বর) ওই আসামিদের জামিনের আবেদন শুনানিশেষে ওই আদেশ দেন।

উল্লেখ্য, ধুনট উপজেলার উল্লাপাড়ার শামসুল হকের ছেলে ব্যাটারী চালিত অটোভ্যান চালকের ভ্যানটি গত ১৭ নভেম্বর রাত পৌনে ১০ টার দিকে শেরপুর উপজেলার শালফা যাওয়ার কথা বলে ভাড়া নেয়। ধুনট বাজার হতে ভ্যানচালক ওই ২ আসামিকে ভাড়ায়  নিয়ে শেরপুর উপজেলার শালফার উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে ধুনট-শেরপুর সড়কের শেরপুর উপজেলার বোয়ালকান্দি ব্রিজের উপর পৌঁছিলে যাত্রীবেশী ওই আসামিরা ভ্যানচালক শাহ আলমকে মারপিট করে চাকুর ভয় দেখিয়ে ভ্যানটি ছিনতাই করে নিয়ে শেরপুরের দিকে যায়।

আরও পড়ুন

এসময় ভ্যানচালকের চিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করে এবং কিছু লোক ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে শেরপর উপজেলার গজারিয়া তিনমাথা হতে ছিনতাইকৃত ভ্যানসহ ওই ২ আসামিকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে ভ্যান চালক শাহ আলম বাদি হয়ে মেরপুর থানায় মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. মো. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আকবর আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অটোভ্যান ছিনতাই মামলার ২ আসামির জামিন হয়নি

তিন দশকের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন থালাপতি বিজয়

গণঅধিকারে যোগদান করলেন মডেল মেঘনা আলম, লড়বেন হাদির আসনে

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যার মামলার আসামি নান্নু গ্রেফতার

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার