ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

রংপুরের কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকা মিয়া (৭০) হত্যা মামলার প্রধান আসামির ভাই তোফাজ্জল হোসেনকে (৪২) গ্রেফতার হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল শনিবার রাতে তাকে রংপুর র‌্যাব-১৩-এর আভিযানিক টিম অভিযান চালিয়ে কুড়িগ্রাম রাজারহাটের কালিরহাট গ্রাম থেকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর  জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় আহত হন খোকা মিয়া। গত ১০ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে খোকা মিয়ার ছেলে বাদি হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তি মাধ্যমে প্রধান আসামির ভাই মামলার এজাহারভুক্ত আসামি তোফাজ্জল হোসেনের অবস্থান শনাক্ত করে  রংপুর র‌্যাব-১৩-এর আভিযানিক টিম। গতকাল শনিবার রাজারহাটের কালিরহাট গ্রাম থেকে তোফাজ্জলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খোকা মিয়া হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বেতারের জন্য নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

বগুড়ায় অটোভ্যান ছিনতাই মামলার ২ আসামির জামিন হয়নি

তিন দশকের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন থালাপতি বিজয়