ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত

জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

অভি মঈনুদ্দীন: দীর্ঘদিন ধরেই গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদ’র প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছেন জীবন রায়। জীবন রায় এমনই একজন বিনয়ী মানুষ যার আন্তরিকতায় মুগ্ধ হন শিল্পীরা সবসময়।

কায়সার আহমেদ জানান, প্রায় এক যুগ ধরেই তার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছেন জীবন রায়। শিল্পীদের সঙ্গে সুন্দর ব্যবহার আর আন্তরিকতা দিয়ে শিল্পীদের কাছ থেকে ঠিকঠাক মতো সিডিউল নিয়ে সেট-এ সর্বোচ্চ মনোযোগ দিয়ে শিল্পীদের কাছ থেকে কাজ আদায় করার ব্যাপারে পরিচালককে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন জীবন।

জীবন প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন,‘ আজ প্রায় এক যুগ ধরেই জীবনকে চিনি জানি। কাজ শেখার প্রবল আগ্রহ তার। যে কারণে এখনো আমার সঙ্গে ভীষণ আন্তরিকতা নিয়ে আমার প্রধান সহকারী হিসেবে কাজ করে যাচ্ছে। জীবন মানুষ হিসেবেও খুউব ভালো, সবার সঙ্গে ভীষণ আন্তরিক। একদিন নির্মাতা হিসেবেও তার স্বপ্ন পূরণ হোক এই দোয়া থাকবে আমার সবসময়।’

কায়সার আহমেদ’র সঙ্গে শতশত খণ্ড নাটকের প্রধান সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি জীবন কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঘোমটা’,‘ আয়না’,‘ মহাগুরু’,‘ গোলমাল’,‘ বকুলপুর’ এবং বর্তমানে ‘রূপনগর’ ধারাবাহিকেও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন

জীবন বলেন,‘ কায়সার ভাই আমার গুরু। তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন এবং বিশ্বাস করেন। তার বিশ্বাসের মর্যাদা রেখেই আমি কাজ করছি, আগামীতেও কাজ করে যাবো। আর শিল্পীদের প্রতি সবসময়ই আমি ভীষণ কেয়ারফুল থাকার চেষ্টা করি। শুটিং সেট-এ যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকটাতেও শতভাগ মনোযোগ থাকে। কোনো শিল্পী যেন কায়সার ভাইয়ের সেট-এ এসে কোনো অভিযোগ না করতে পারেন সেদিকটাও বিশেষভাবে খেয়াল রাখি। আর ইচ্ছে আছে আগামীতে নিজে কায়সার ভাইয়ের অনুমতি নিয়েই নাটক নির্মাণের। বাকীটা সময়ের ব্যাপার।’

জীবন প্রসঙ্গে অভিনেত্রী শখ বলেন,‘ জীবন দা খুউব ভালো মনের মানুষ। পাশাপাশি ভীষণ সচেতন একজন সহকারী পরিচালক। তার জন্য শুভ কামনা রইলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের আন্তরিকতায় মুগ্ধ সবাই

রংপুরের কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বেতারের জন্য নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

বগুড়ায় অটোভ্যান ছিনতাই মামলার ২ আসামির জামিন হয়নি