অনুষ্ঠানে প্রবেশ করতে না পারা দর্শকদের হামলায় পণ্ড জেমসের কনসার্ট
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রবেশ করতে না পারা দর্শকদের হামলায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) অনুষ্ঠান পণ্ড হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, জেমসের কনসার্টে হামলা করেছে তৌহিদি জনতা। কিন্তু এই তথ্যটিও মিথ্যে। নিশ্চিত হওয়া গেছে, ওই কনসার্টটিতে ধর্মীয় উস্কানি বা তৌহিদি জনতার কোনো অংশগ্রহণ ছিলো না। কনসার্ট দেখতে আসা দর্শকেরাই প্রবেশ করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।
ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রানা বলেন, পুরো অনুষ্ঠানটি ছিল মূলত নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব আয়োজন। এটা আমাদের স্কুলের একশ পঁচাশি বছর পূর্তি প্রোগ্রাম। প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশ নিয়েছিলেন। আমিও ঢাকা থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
তিনি বলেন, ফরিদপুর জিলা স্কুল আমার বাসা থেকে খুব কাছেই অবস্থিত এবং ঘটনার সময় আমি সরাসরি সেখানে ছিলেন। অনুষ্ঠানে জেমসের পারফরম্যান্সের খবর ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক বহিরাগত ভিড় জমায়। তাদের মধ্যে শুধু জেমসের ভক্তই নয়, বিভিন্ন এলাকার বহিরাগত মানুষ, কিশোর গ্যাং এবং উগ্র আচরণকারী কিছু দলও ছিল।
তিনি আরও বলেন, এসব বহিরাগত দর্শক অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। আমাদের আয়োজনটি ছিল নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। কিন্তু বাইরে থেকে অনেকেই জোর করে ঢুকতে চাইছিল। তখনই বিশৃঙ্খলা শুরু হয়।
আরও পড়ুনআশরাফুল ইসলাম রানা বলেন, ঘটনার সময় জেমস মঞ্চে উপস্থিত ছিলেন না। কনসার্ট শুরুই হয়নি তখন।
এই প্রত্যক্ষদর্শীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ঘটনাটি পরিকল্পিত কোনো হামলা নয় বরং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।
পুলিশ ও আয়োজক কমিটি জানায়, এ ঘটনায় কেউ নিহত হয়নি এবং গুজব না ছড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






