বগুড়ায় সাতটি আসনের বিপরীতে ৩৭ জনের মনোনয়নপত্র উত্তোলন
স্টাফ রিপোর্টার : আগামী সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি এবং জামায়াত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
প্রধান দু’টি দলের প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করায় নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে। বগুড়া সদর আসনে বিএনপি’র প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এদিকে বগুড়ার বিএনপি নেতৃবৃন্দ বগুড়া-৬ আসনের জন্য তারেক রহমান এবং বগুড়া-৭ সংসদীয় আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছে।
এই দুই আসনের মধ্যে বগুড়া-৬ আসনে বগুড়া শহর জামায়াতের আমির মাওলানা আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মাওলানা গোলাম রব্বানী। বগুড়া-৬ আসনে এই দুই প্রার্থীর বাইরে আরও তিন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। অন্যদিকে বগুড়া-৭ আসনে বিএনপি-জামায়াতের বাইরে দুই প্রার্থী মনেনয়নপত্র উত্তোলন করেছেন।
বগুড়ার প্রতিটি সংসদীয় আসনে চারজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বগুড়া-১ সংসদীয় আসনে ছয়জন, বগুড়া-২ সংসদীয় আসনে ছয়জন, বগুড়া-৩ সংসদীয় আসনে চারজন, বগুড়া-৪ সংসদীয় আসনে চারজন, বগুড়া-৫ সংসদীয় আসনে সাতজন, বগুড়া-৬ সংসদীয় আসনে পাঁচজন এবং বগুড়া-৭ সংসদীয় আসনে চারজন তাদের মনোনয়নপত্র উত্তোল করেছেন। সব মিলিয়ে বগুড়ার ৭টি আসনের বিপরীতে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
আরও পড়ুনএদিকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনেকের মাঝে শঙ্কা দেখা দিলেও তারেক রহমান দেশে ফেরায় সেই শঙ্কা কেটে গেছে। দেশের মানুষ এখন নির্বাচনমুখী। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই নির্বাচনের পুরো পরিবেশ বিরাজ করতে শুরু করবে বলে মনে করছেন বগুড়ার সাধারণ মানুষ। বগুড়ার দু’টি আসন থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় সারাদেশের রাজনৈতিক দৃষ্টি এখন বগুড়ার ওপর।
তফসিল অনুযায়ী কাল মনোনয়নপত্র দাখিল এবং ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।
১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন








