ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত

অঙ্কনের ফিফটি ও জাকেরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেল নোয়াখালী

অঙ্কনের ফিফটি ও জাকেরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেল নোয়াখালী

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচে খালেদ আহমেদ বেশ খরুচেই ছিলেন। ৩ ওভারে এক উইকেটের বিনিময়ে দিয়েছিলেন ৩০ রান। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সাইম আয়ুব, মোহাম্মদ আমির ও তার বোলিংয়ে নোয়াখালীকে ১৪৩ রানের মধ্যেই আটকে দিয়েছে সিলেট টাইটান্স।
 
খালেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আয়ুব তার চেয়ে ২ রান বেশি দিয়ে নেন ২ উইকেট। আমিরও ২৫ রান খরচ করেন, নেন ১ উইকেট।
 
 
সিলেট স্টেডিয়ামে কচ্ছপ গতিতে ব্যাট করা নোয়াখালী দেড়শ রানের পথে ছিল। খালেদ শেষ ওভারে ২ উইকেট নিয়ে সেই সম্ভাবনা নাকচ করে দেন। সিলেট পেসার হ্যাটট্রিটের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তার শিকার হন জাকের আলী অনিক ও রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি, খালেদ শেষ দুই বলে দেন ৭ রান।
 
মোহাম্মদ আমির মাজ সাদাকাতকে প্যাভিলিয়নে ফেরানোর পর খালেদ নিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলির উইকেট। এই তিন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি; সাদাকাত ডাক মারেন ১ বলে, হাবিবুর ২ ও হায়দার ৩ বলে।
 
 
নোয়াখালী অধিনায়ক সৈকত আলী আগের ম্যাচে ভালো করতে পারেননি, ৪ বল করেছিলেন ৪ রান। আজকের ২৯ বলে ২৪ রানের ইনিংসটি কি তার চেয়েও খারাপ হলো না? এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও খেলেছেন ধীরগতিতে। ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ৫১ বলে ৬১ রান নিয়ে অপরাজিত থাকেন। নোয়াখালীর ১৪৩ রানের সংগ্রহ অনেকটাই জাকের আলীর ক্যামিওতে। খালেদের শিকার হওয়ার আগে ১৭ বলে ২৯ রান করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঙ্কনের ফিফটি ও জাকেরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেল নোয়াখালী

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রোববার, রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৪৪ হাজার

রেনাটা পিএলসি করতোয়া ডিপো বগুড়ার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

৫৬ হাজার বর্গমাইল জুড়ে শহিদ ওসমান হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে : সাদিক কায়েম

১৮০ কোটি ডলারের লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা

কুমিল্লায় ডাকাত চক্রের সরদারসহ গ্রেফতার ৭