ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রোববার, রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৪৪ হাজার

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রোববার, রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৪৪ হাজার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আগামীকাল রোববার থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার ৮৫ কেন্দ্রে ৪৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার প্রথম দিন বাংলা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বগুড়া জেলা স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১০০৪ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৭১ জন, শাজাহানপুর সরকারি চাচাইতারা মাদলা ইউনাইটেড কেন্দ্রে ৬৮১ জন, ধুনট সরকারি নাইম উদ্দীন পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ৫১২ জন, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল কেন্দ্রে ৬২৮ জন, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ৪৯৯ জন, সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ জন, কাহালু সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে ৩৯৮ জন, নন্দীগ্রাম সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে ২৭৪ জন, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮১৬ জন, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৫ জন, সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩৯২ জন, গাবতলী পাইলট হাইস্কুল কেন্দ্রে ৬৩০ জন নিয়ে বগুড়া জেলায় ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এছাড়াও জয়পুরহাটে ২ হাজার ৩৫১ জন, নওগাঁয় ৫ হাজার ৮৬৬ জন, সিরাজগঞ্জে ৬ হাজার ৩৭১ জন, নাটোরে ৩ হাজার ৮৩২ জন, পাবনায় ৫ হাজার ৭১৯ জন, রাজশাহীতে ৭ হাজার ৪৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী নিয়ে ওই শিক্ষাবোর্ডে মোট ৪৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, শুধুমাত্র বগুড়া সদরের দু’টিসহ অন্য উপজেলা সদরের একটি করে কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ভালো ফলাফল করার জন্য পরীক্ষার্থীদের মূল পাঠ্যপুস্তক পড়তে হবে। নোট গাইড পরিহার করতে হবে। পরীক্ষা নিয়ে বাড়তি টেনশনের প্রয়োজন নেই। পরীক্ষার দিনগুলোর আগের রাতে বেশি রাত পর্যন্ত না জেগে নির্ধারিত সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রোববার, রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৪৪ হাজার

রেনাটা পিএলসি করতোয়া ডিপো বগুড়ার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

৫৬ হাজার বর্গমাইল জুড়ে শহিদ ওসমান হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে : সাদিক কায়েম

১৮০ কোটি ডলারের লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা

কুমিল্লায় ডাকাত চক্রের সরদারসহ গ্রেফতার ৭

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম