ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন আগুন , ট্রেন চলাচল বন্ধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন আগুন , ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর পৌর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। 

শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে আগুন দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে ও রেললাইনে আগুন দেয়। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে গফরগাঁও পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দোকানিরা।

 

আরও পড়ুন

এ প্রসঙ্গে গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘‘মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন।’’

এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ ১০ আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এরপর থেকেই গফগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন আগুন , ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুইপক্ষের সংঘর্ষে আহত ২২

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

পাবনার বেড়ার শুঁটকি যাচ্ছে বিদেশে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস