ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ রাত

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ছবি: সংগৃহীত, জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।

চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে মোট ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪০ জন ভর্তিপ্রত্যাশী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার আরও তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো—বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল।

আরও পড়ুন

মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৭২ নম্বর থাকবে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষায় এবং বাকি ২৮ নম্বর (পূর্বের তথ্যে ১৮ ছিল, তবে ১০০ মেলাতে এটি ২৮ হবে) নির্ধারিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। পরীক্ষায় ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় থেকে প্রশ্ন থাকবে।

বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, আমাদের ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আরও তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে ঢাকার বাইরে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েল

প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী পরিস্থিতি নজরে রাখছে ভারত

নির্বাচনে প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর