ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৬ রাত

প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

ছবি: সংগৃহীত, প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে নিজেদের মাঠে প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে সিলেট টাইটান্স। 

রাজশাহীর ইনিংসে শান্তর সঙ্গে দারুণ এক জুটি গড়েন মুশফিক। ৭১ বলে দুজনে মিলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ৬০ বলে ১০১ ও মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯.৪ ওভারে ২ উইকেটে  ১৯১ রানের লক্ষ্য ছোঁয় রাজশাহী।

৮ উইকেটে হারের পর সিলেট অধিনায়ক মিরাজ বলেছেন, এত রান করেও হার মেনে নেওয়া কঠিন। তিনি বলেন, ১৯০ রান করে হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।

আরও পড়ুন

আফিফ হোসেন আর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল একটু। এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন। যদিও প্রথম ম্যাচে হেরে গেলাম। সামনে অনেক ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর আশা করছি।

আজ শনিবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী পরিস্থিতি নজরে রাখছে ভারত

নির্বাচনে প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর

বহিরাগতদের হামলায় পণ্ড জেমসের কনসার্ট, আহত ২৫

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮