ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০২:১৩ দুপুর

সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

ঢাবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বিয়ের খবর আলোচনায় আসে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তন্বী।

জানা গেছে, তাঁর জীবনসঙ্গীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

ফেসবুক পোস্টে তন্বী লেখেন, কিছু সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে যে মনে হয় সবকিছু আগেই নির্ধারিত ছিল। প্রথম আড্ডার স্মৃতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, বন্ধুদের বোকা বানানোর সেই অদ্ভুত মজা, হঠাৎ মুহূর্তের মোড় ঘুরে যাওয়া, ছোট ছোট বিষয়েও একই আনন্দ খুঁজে পাওয়ার অনুভূতি এবং নিজের ছটফটে রোমাঞ্চপ্রিয় সত্তাকে নিঃসংকোচে গ্রহণ করার কথাগুলো আজও তাঁর মনে স্পষ্ট।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত ও ভীত মুখের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জোগায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। মোট ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে ওই পদে নির্বাচিত হন সানজিদা আহমেদ তন্বী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত: শফিকুর রহমান

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া: কিম জং উন

পূর্বাচলের জনসমাগম নির্বাচন নিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে: প্রেস সচিব

শিলিগুড়ির দুই শতাধিক হোটেলে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা