ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল

রাতভর শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

রাতভর শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শত শত মানুষ শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাতভর অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

 

জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন এবং স্লোগান দেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ল্যাবএইড, মৎস্য ভবন ও বাংলামটরমুখী সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং হত্যার বিচার দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

 

শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিতি পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। জুলাই শহীদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় ছিলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?

রাতভর শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ভারতের ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন বৈভব সূর্যবংশী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’