ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৫ দুপুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল

প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছ ‘, ‘চল চল ঢাকা চল, ২৫ তারিখ ঢাকা চল’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো ময়মনসিংহ নগরী।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় নগরীর টাউন হল মোড় থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় তারেক রহমানের ছবি সম্বলিত প্লে-কার্ড হাতে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এতে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের লক্ষ, কোটি গণতন্ত্রকামী মানুষের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তারা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত। অপরদিকে একটি মহল তারেক রহমানের জনপ্রিয়তার ভয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের জনপ্রিয়তাকে ম্লান করতে পারবে না। সব প্রতিকূলতাকে মোকাবিলা করেই আমরা তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে চাই। ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি দুর্ঘটনার কবলে মেসির বোন

পথশিশুদের সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা 

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল

প্লাস্টিকের অভিশাপ: প্রতিদিনের জীবনে বিষ 

ফিফা র‌্যাংকিং : শীর্ষে স্পেন, অপরিবর্তিত বাংলাদেশ