ফিফা র্যাংকিং : শীর্ষে স্পেন, অপরিবর্তিত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ফিফা র্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখে বছর শেষ করল স্পেন। ফিফা’র প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে অপরিবর্তিত।
সোমবার (২২ ডিসেম্বর) ফিফা’র প্রকাশিত হালনাগাদে আগের মতো ১৮০ নম্বরে আছে হামজা চৌধুরীদের দল। তবে পয়েন্ট কমেছে। হাভিয়ের কাবরেরার শিষ্যদের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১। এদিকে র্যাংকিয়ে শীর্ষে থাকা স্পেনের পরই আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮৭৩.৩৩। শীর্ষ পাঁচের তিন নম্বরে আছে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), এরপর ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
আরও পড়ুনর্যাংকিংয়ের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। টুর্নামেন্টের রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে ৬৪ নম্বরে।এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম। তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে।
মন্তব্য করুন








