ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর

নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই ঘোষণার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি তার।

হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানান তিনি। আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন হিরো আলম।

হিরো আলম জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি-এই চারটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত জানাতে চান না। তিনি বলেন, দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। হিরো আলম আরও জানান, তিনি ঢাকা ও বগুড়া-এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ভেনেজুয়েলার পাশে চীন-রাশিয়া, হুঁশিয়ারি ট্রাম্পের

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

আমি আফগানিস্তানে রাস্তায় হাঁটতে পারি না, বুলেটপ্রুফ গাড়ি আছে : রশিদ খান

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

পুলিশ তার সর্বশক্তি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর : আইজিপি