মোটরসাইকেলে রেসিংয়ে নেমে প্রাণ গেল তিন শিক্ষার্থীর
মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘেট।
নিহতরা হলো-উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী আবির (১৬), কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী লিখন (১৬) ও কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের আবদুর রউফের ছেলে কলেজছাত্র সাব্বির আহেমদ (১৯)। নিহত আবিরের নানা এছাক মিয়া ও কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেস করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন









