নাসিরনগরে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি রুপার চেইন চুরির সন্দেহে শাহীন ভূঁইয়া (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহীন ভূঁইয়া ওই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেদিয়ারকান্দি গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার একটি রুপার চেইন হারিয়ে যায়। এই চেইন চুরির সন্দেহে রোববার শাহীনকে গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে জোরপূর্বক হুমায়ুন মিয়ার বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে শাহীন গুরুতর আহত ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুননিহতের বাবা আক্তার ভূঁইয়া বিলাপ করে বলেন, “দুই দিন আগে আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়েছিল। সেই সন্দেহের জের ধরেই আমার ছেলেকে চোর সাজিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।”
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, “শুনেছি রুপার চেইন চুরির মতো একটি তুচ্ছ ও অপ্রমাণিত ঘটনার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমানে নিয়মিত এলাকায় থাকতে না পারায় এমন ঘটনায় সময়মতো ভূমিকা রাখতে পারিনি।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766405646.jpg)

_medium_1766403651.jpg)
_medium_1766402664.jpg)




